আজ (বুধবার দিবাগত রাত) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো তাৎক্ষণিক এক বিৃবতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত শনিবার সরকারের উপদেষ্টা, বিশেষজ্ঞসহ অংশীজনদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পরে সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে ডনাল্ড ট্রাম্পকে সোমবার তিনি চিঠি পাঠান। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে শুল্কারোপের সিদ্ধান্ত তিনমাস স্থগিত রাখার অনুরোধ করা হয় সেখানে।
ট্রাম্পের নতুন ঘোষণার পর বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য এজেন্ডার সমর্থনে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যেতে চাই।’
আজ (বুধবার) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প চীন বাদে বিশ্বব্যাপী শুল্কারোপ ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন। চীনের জন্য শুল্ক না কমিয়ে বরং ১০৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র।
আরো পড়ুন:
ট্রাম্প লিখেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তত ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। এসব দেশের প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে। দেশগুলো বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে।’
তিনি বলেন, ‘আমি ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত অনুমোদন করেছি। একইসঙ্গে এই সময়ের জন্য পাল্টা শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি। এটাও অবিলম্বে কার্যকর হবে।’