আজ (সোমবার, ১৭ মার্চ) পল্টনে ইআরএফ মিলনায়তনে আয়োজিত বৈশ্বিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তুলা কৃষি পণ্য হওয়া সত্ত্বেও এখনও কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি পায়নি। তুলাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ করবে সরকার।’
তিনি আরো বলেন, ‘কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ার মধ্যে দিয়ে তুলা শিল্প সংশ্লিষ্টদের উন্নয়নে চামড়া শিল্পের মতো তুলা চাষিদেরও সফট লোন নিতে পারবেন। দিনব্যাপী কর্মশালায় প্রায় ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নেয়।’