ধর্ষণ-নিপীড়ন বিরোধী গণপদযাত্রায় পুলিশের বাধা, হাতাহাতি-ধস্তাধস্তি

0

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ—নামের একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় পুলিশের সঙ্গে পদযাত্রাকারীদের হাতাহাতি-ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে সামনে ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্ম। শাহবাগ পার হয়ে সাকুরা পর্যন্ত আসার পর পুলিশি বাধায় পড়ে পদযাত্রা।

পদযাত্রাকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশের ওপর চড়াও হয়। তখনই হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিপেটায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। দফায় দফায় সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি ঘটে। এতে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর পদযাত্রাকারীরা ওই এলাকা ছেড়ে চলে যায়। তবে তাদের মধ্যে পাঁচজনকে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেয়ার জন্য ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হয়।

আসু