মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না: উপদেষ্টা আসিফ

মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না: উপদেষ্টা আসিফ | এখন
0

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা মুখোশ পরে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারা সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে। আজ (শুক্রবার, ৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন উপদেষ্টা আসিফ। এই পোস্টে তিনি পল্টন থেকে যৌথবাহিনীর হাতে আটক ব্যক্তির পরিচয় তুলে ধরেন।

আজ দুপুরে জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকালে ঘটনাস্থল থেকে লুঙ্গি ও লাল গেঞ্জি পরিচিত এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় যৌথবাহিনী। রিকশাচালক পরিচয় দিয়ে তাকে আটকের এই দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ব্যক্তিকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ছাড়িয়ে আনতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেল ৪টা ৪৬ মিনিটে তাকে ডিবি অফিস থেকে ছাড়িয়ে আনেন আসিফ মাহমুদ।

পরে তিনি ওই ব্যক্তির পরিচয় ও বিস্তারিত তথ্য ফেসবুক পোস্টে তুলে ধরেন।

সেখানে তিনি লিখেছেন, ৫ আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর ভঙ্গুর আর অসহযোগিতা পূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিলো। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে।

তিনি বলেন, 'আর যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে।'

আটক ওই ব্যক্তির বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। আগে রিকশা চালাতেন। এখন বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোয় পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার ওপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে এরেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। জনতাই শক্তি।’

আসু