'দেশের যেকোনো জায়গায় অপ্রীতিকর ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হয়'

দেশের যেকোনো জায়গায় অপ্রীতিকর ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হয় | এখন
0

দেশের যেকোনো জায়গায় অপ্রীতিকর ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো হয় বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আজ (শুক্রবার, ৭ মার্চ) দুপুরে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে সারজিস আলমের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপানো হচ্ছে; যেখানে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন ছাত্রদলের সভাপতি।

তিনি বলেন, 'ব্যক্তিগত ঘটনার দায়ও বিগত ৭ মাস ধরে ছাত্রদলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।' তবে ছাত্রদলের কেউ যদি জড়িত থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ইএ