মাতৃভাষা দিবসে পাঠক-দর্শক উচ্ছ্বাসে মুখরিত একুশে বইমেলা

0

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল থেকেই পাঠকের আনাগোনায় মুখর অমর একুশে বইমেলা। অমর একুশকে স্মরণেই যে বইমেলা তা যেন আরেকটু প্রাণবন্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। তাইতো শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তাইতো সবার পরবর্তী গন্তব্য যেন অমর একুশে বইমেলা।

শিশুরা আসছে মায়ের হাত ধরে, মায়েদেরও শখ তার ছোট্ট শিশুকে শেখাবেন নিজ ভাষার গৌরবময় ইতিহাস, তাই খুব সকালেই ছুটে এসেছেন বইমেলায়।

এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সাজানো বইমেলায় এসে পাঠকেরা যেন ফিরে যাচ্ছেন চব্বিশের উত্তাল দিনগুলোতে, প্রতিবছর এমন বইমেলা-ই চাচ্ছেন তারা।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে মাথায় রেখে বাংলা একাডেমি স্ব-রচিত কবিতা পাঠের আসরসহ নানান রকম কার্যক্রমের উদ্যোগ নিয়েছে।

প্রায় শেষ পথে এসে বইমেলা ফিরে পেয়েছে তার চিরাচরিত রূপ। পাঠক-লেখকদের প্রত্যাশা বইয়ের প্রতি এই আগ্রহ অটুট থাকবে যুগের পর যুগ।

এএম