মধ্যরাত থেকে পাটুরিয়া ও আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ

0

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে। এতে করে পাটুরিয়া রুটের মাঝ নদীতে কোন ফেরি আটকা না পড়লেও আরিচার মাঝ নদীতে একটি ফেরি আটকে আছে।

আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

এর আগে, কুয়াশার ঘনত্বের কারণে নৌরুটের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত দুইটা থেকে আরিচা-কাজিরহাট ও দুইটা ৪০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। দীর্ঘ সময় ফেরি সার্ভিস বন্ধ থাকায় দুই ঘাট প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার কারণে মধ্যরাত থেকেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে। কুয়াশা কেটে গেলে পুনরায় দুটি নৌরুটেই ফেরি চলাচল চালু করা হবে।

তিনি আরো বলেন, যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়ায় ১১টি ও আরিচা-কাজিরহাট নৌরুটে ৬টি ফেরি রয়েছে।

এএইচ