সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণসহ নানা দাবিতে আন্দোলনরত জুলাই-আগস্টের আহতরা শ্যামলী থেকে রোববার সন্ধ্যার পর মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হলে শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে তাদের পথ আটকে দেয় পুলিশ। পরে তারা সেখানেই রাস্তায় অবস্থান নেন।
আহতরা বলছেন, আন্দোলনে আহত হওয়ার ৭ মাস হয়ে গেলেও পর্যাপ্ত অর্থ সহায়তা ও সু চিকিৎসার অভাবে সুস্থ হওয়ার সব সম্ভাবনাই হারাচ্ছেন তারা। অভিযোগ বিদেশি চিকিৎসকদের চিকিৎসা নিয়েও। একইসাথে হাসপাতালে দৌড়াদৌড়ি আর কর্মক্ষমতা হারানোয় আর্থিক অভাবে পড়ছে পরিবারও।
তাই, পর্যাপ্ত অর্থ সহায়তা, সুচিকিৎসা ও পুনর্বাসনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আহতরা