শিক্ষা উপদেষ্টার ঘোষণার পরও তিতুমীর কলেজে আন্দোলন চলছে

0

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ না করার ঘোষণা দেন।

আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালীর আমতলীতে সড়কে অবস্থান নেন। এসময় মহাখালী-বনানী, গুলশান সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত আটটা পর্যন্ত আমতলী সড়কে অবস্থান শেষ করে তিতুমীর কলেজের সামনে চলে আসে।

বর্তমানে কলেজের মূল ফটকের সামনের সড়কে অবস্থান করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার ঘোষণার সঙ্গে দ্বিমত করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মহাখালী থেকে গুলশানের দিকের সড়কটি বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা।

এএইচ