আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
রামপুরা ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে রিকশাচালক ইসমাইল। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে। কিন্তু কেউ দরজা খোলেনি।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপর প্রাণ হারায় ইসমাইল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন চিকিৎসক ছাড়াও দু'জন নার্স এবং দু'জন হাসপাতালের ফটক লাগিয়ে রাখা নিরাপত্তাকর্মী রয়েছেন।





