শেরপুরে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

0

শেরপুরের নকলায় নদীতে গোসল করতে নেমে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৪ নভেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের মৃগী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। সে একই গ্রামের কালু মিয়ার কন্যা এবং রেহারচর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুমাইয়া বিকেলে বাড়ির পাশের মৃগী নদীতে গোসল করতে নামলে পানির স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা তাকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমাইয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ