যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: হাসান আরিফ

0

বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো যত দ্রুত সম্ভব মেরামতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ।

আজ (রোববার, ১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

এসময় তিনি বলেন, ‘বন্যা যেটা হয়েছে তা নিয়ে আক্ষেপ করে লাভ নেই। তাই বন্যা পরবর্তী করণীয় ঠিক করতে এবং গ্রামীণ অর্থনীতি চাঙা করতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করতে হবে।’

এ জন্য, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। এছাড়া চট্টগ্রাম ও ঢাকা ওয়াসার কর্মকর্তাদের দুর্নীতির অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান হাসান আরিফ।

এএইচ