গণহত্যায় সহায়তাকারীদের শাস্তির দাবিতে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের মানববন্ধন

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী ও দোসরদের ফাঁসি, নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে হত্যাকাণ্ডে সহায়তাকারীদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য।

আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অন্যায়ের বিরুদ্ধে আজীবন প্রতিপাদ্যে 'বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য' ব্যানারে মানবন্ধনে বক্তারা দাবি তুলে ধরেন বিগত সরকারের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যা, আয়নাঘর, ক্রসফায়ার নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আরও দাবি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে শাস্তিসহ ২০০৯ সাল থেকে রাষ্ট্রীয় অর্থে নির্মিত নাটক, সিনেমা, কনসার্টসহ বিভিন্ন উপলক্ষ্যে রাষ্ট্রীয় সম্পদ অপচয়ে বিচারের দাবি।

এছাড়াও যোগ্য বৈষম্যের শিকার শিল্পী, সাহিত্যিক, কবি, সংস্কৃতি কর্মী ও সাংবাদিকদের পদায়নের দাবি জানানো হয় মানববন্ধনে। মানববন্ধনে ৩০টির বেশি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বিপ্লবী কবিতা পাঠ করেন।

সেজু