অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচারের প্রত্যাশা: জামায়াত আমির

0

অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচারের প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘স্বৈরাচার পতন আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে তাদের পাশে থাকবে জামাতে ইসলামী।’

আজ (শনিবার, ১৭ আগস্ট) বিকেলে পল্টনে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত সাংবাদিক মেহেদী হাসান এবং সাংবাদিক জাহাঙ্গীরের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে স্বরণীয় করে রাখতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান জামায়াত আমির।

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

tech