পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার খরচ দেবে সরকার

0

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণে পুড়ে যাওয়া রোগীদের সম্পূর্ণ চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

অগ্নিদগ্ধদের দেখতে এসে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে গাজীপুর সিলিন্ডার বিস্ফোরণ ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে যায়। ৩৫ জন দগ্ধ হয় যার মধ্যে ৩৪ জনকে নেয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। যার মধ্যে ৭ জন শিশু।

গাজিপুর কালিয়াকৈরের তেলিরচালা এলাকার একটি বাসা থেকে ছুঁড়ে ফেলা গ্যাস সিলিন্ডার থেকে মারাত্মক এ দুর্ঘটনার সূত্রপাত বলে জানা যায়।

দগ্ধ ৩৫ জনের কেউ শঙ্কামুক্ত নন। তাদের মধ্যে ৮ জনের ৯০ শতাংশ পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ভারি হয়ে আছে দগ্ধ রোগীদের স্বজনদের আহাজারিতে।

দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের দেখতে ছুটে আসে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। পরিদর্শন শেষ স্বাস্থ্যমন্ত্রী জানান, দগ্ধ সবার সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করবে সরকার।

অন্যদিকে গাজীপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুর্ঘটনায় দগ্ধ সবাইকেই সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করার আশ্বাস দেন তিনি।

দগ্ধ ১৫ জনের অবস্থা সংকটপূর্ণ আর ৫ জনকে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. প্রদীপ চন্দ্র দাস।

এসএস