সর্বত্রই আস্থা-বিশ্বাস অর্জন করেছে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

0

বাংলাদেশ সেনাবাহিনী যেখানে যাচ্ছে, সেখানেই আস্থা বিশ্বাস অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পর্যায়ে বাহিনীর সুনাম ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজশাহী সেনানিবাসে শনিবার (২ মার্চ) ইনফ্যান্ট্রি রেজিমেন্টালের পুনর্মিলনীতে তিনি এ কথা বলেন। যুদ্ধক্ষেত্রে সম্মুখ যোদ্ধাদল হলো বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল। সেনাবাহিনীর এ বীর পদাতিক বাহিনী দুর্জয়, দুরন্ত, নির্ভীক।

প্রধানমন্ত্রী বলেন, ‘সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশ ও দেশের বাইরে দক্ষতা, সুনাম ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে তারা। আশা করি, এ সুনাম সামনের দিকে এগিয়ে যাবে।’

সেনাবাহিনী আন্তর্জাতিক পর্যায়েও সুনাম ধরে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতিসংঘ আন্তর্জাতিক শান্তি মিশনে অবদান রেখে তারা দেশের জন্য সুনাম বয়ে আনছে। তারা যেখানে যাচ্ছে, সেখানেই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করছে।'

তিনি জানান, আধুনিক ও চৌকস সেনাবাহিনী গড়ে তুলতে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে যেকোনো ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়ায়। দেশের অবকাঠামোগত উন্নয়নেও সাহায্য করছে তারা।'

এ সময় তিনি বার বার নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানান। বক্তব্য শেষে একে একে এগিয়ে আসে সেনাবাহিনীর সবকটি বিশেষায়িত দল। তারা অভিবাদন জানায় সরকারপ্রধানকে। এগিয়ে আসে পতাকাবাহী দলও।

এরপর প্রধানমন্ত্রীকে নানা কসরত দেখায় বীর সৈনিকেরা।

এসএস