এ সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীনের সভাপতিত্বে বিমান বোর্ডের সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
বিগত ২০২২-২০২৩ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেকর্ড ৩১ লাখ যাত্রী পরিবহন করেছে, যা ২০২১-২০২২ অর্থবছরে ছিল ২২ লাখ। এ সময়কালে বাংলাদেশে বিমানের আন্তর্জাতিক মার্কেট শেয়ার ২২ শতাংশ। বিগত অর্থবছরে বিমান ২১টি আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করেছে। সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সকল রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি লিজ ব্যতিত নিজস্ব উড়োজাহাজের মাধ্যমে প্রি-হজে ৬১,১৫১ এবং পোস্ট হজে ৫৯ হাজার ২৮৩ জন হজযাত্রী পরিবহন করেছে।
বিগত অর্থবছরে বিমান ৩০ হাজার ৩০৫টি আন্তর্জাতিক ফ্লাইটে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রদান করেছে এবং গ্রাউন্ড হ্যান্ডলিং খাতের প্রশংসাসূচক আইএসএজিও সনদ অর্জন করেছে।
সভায় বিমানকে স্মার্ট এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে অনলাইন টিকেটিং, ওয়েব চেক-ইন, মোবাইল অ্যাপস, লয়্যালটি ক্লাবসহ অন্যান্য অনলাইন সেবার প্রতি গুরুত্বারোপ করা হয়। এছাড়া ডলারের মূল্যের ক্রমবর্ধমান উর্দ্ধগতির মধ্যেও সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।