যে কারণে ঢাকাস্থ দূতাবাস বন্ধ করলো উত্তর কোরিয়া

Shahinur Sarkar
ঢাকা
0

বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ এ তথ্য জানানো হয়েছে।

ব্রিফিং এ বলা হয়, ২১ নভেম্বর উত্তর কোরিয়া তাদের ঢাকার দূতাবাসটি বন্ধ করে দিয়েছে। কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়ে দেশটির রাষ্ট্রদূত তিনজন সহযোগীসহ ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন।

কার্যক্রম গুটিয়ে নেয়ায় ভারতের নয়া দিল্লিতে থাকা উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যোগাযোগ রাখবে। আর চীনের বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।

অর্থনৈতিকসহ বেশকিছু কারণে দূতাবাসটি গুটিয়ে নেওয়া হয়েছে বলেও ব্রিফিং এ জানানো হয়েছে। বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস কাজ শুরু করে। তবে উত্তর কোরিয়ায়ও বাংলাদেশের কোনো দূতাবাস নেই।

এসএসএস

আরও পড়ুন: