কাঁচাবাজার
বাজার
0

বেড়েছে গরুর মাংসের দাম, সবজির বাজার চড়া

পঞ্চাশ থেকে একশ' টাকা কেজিতে বেড়েছে গরুর মাংসের দাম। এতে আবারও বাজারে মাংস কেনা কমেছে। বিক্রেতারা বলছেন, গরু কিনতে হচ্ছে বেশি দামে, এতেই দাম বেড়েছে।

কয়েক সপ্তাহ আগে যারা ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস কিনেছেন, বাজারে এসে তাদের স্বস্তি উধাও। ৫০ থেকে ১০০ টাকা বেড়ে এখন গরুর মাংসের দাম ৭০০ থেকে ৭৫০ টাকা।

প্রতি সপ্তাহে যারা বাজার করেন, দাম বৃদ্ধিতে বাজেটে কাটছাঁট করতে হচ্ছে। আর কম কিনতে হচ্ছে গরুর মাংস।

ক্রেতারা বলছেন, ‘আগের দাম থাকলে একটু বেশি নিতাম। কিন্তু এখন কিনতে কষ্ট হচ্ছে। হাড় ছাড়া মাংস ৯০০ টাকা আর হাড়সহ ৭০০ টাকা। সিন্ডিকেটের কাছে আমরা জিম্মি। এক্ষেত্রে সরকার কোন পদক্ষেপ না নিলে আমাদের কিছুই করার নেই।

বিক্রেতাদের দাবি, ব্যবসার ক্ষতি করেই মাস দু'য়েক ৬৫০ টাকা দরে বিক্রি করেছেন। তাই কিছুটা বাড়িয়ে বিক্রিতে এখন তারা লাভের মুখ দেখছেন। আর মাংস ব্যবসায়ী সমিতি বলছে, হাটে গরুর দাম নিয়ন্ত্রণ করতে পারলে আবারও কমবে মাংসের দাম।

গরুর মাংসের দাম বৃদ্ধির প্রভাবে পড়েছে মুরগির দামে। প্রতি কেজি ব্রয়লার ২১০, সোনালি ৩০০, কক বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজি দরে।

অন্যদিকে ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম চড়া। প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১১০, সিম ৬০ থেকে ১০০, টমেটো ৬০ থেকে ৭০, করল্লা ৭০, ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৫০ ও প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা।

নিত্যপণ্যসহ বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির আহ্বান ভোক্তাদের।

এসএস