মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। আজ বিকাল ৪টা থেকে এ দামে স্বর্ণ বিক্রি হবে।
সর্বশেষ গত বৃহস্পতিবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১২ হাজার ৯৩০ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ৭ হাজার ৭৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৯২ হাজার ৪০২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে বেড়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। প্রতি ভরিতে ২ হাজার ২৬৩ টাকা বেড়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৮৪২ টাকা।
এর আগে গত রোববার (২১ এপ্রিল) ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ছিল ১ লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। গত ২৩ এপ্রিল প্রথম দফায় ৩ হাজার ১৩৮ টাকা কমে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।
পরদিন সোমবার (২৪ এপ্রিল) ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়ে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা। এর পর তৃতীয় দফায় ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) ভরিতে ৬৩০ টাকা কমে দাম দাঁড়ায় ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা।
সর্বশেষ চতুর্থ দফায় আজ আবারও দাম কমানোর ঘোষণা দিল বাজুস।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।