পাঁচদিনের মধ্যে চারবার কমলো স্বর্ণের দাম
পাঁচদিনের মধ্যে টানা চার দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি ভরিতে ৬৩০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ১২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (শনিবার, ২৭ এপ্রিল) নতুন দাম ঘোষণা করা হয়েছে।