স্বর্ণের বাজার
বাজার
0

রেকর্ড ভেঙেই চলছে স্বর্ণের দর, ভরিতে বাড়লো ১৭৫০ টাকা

দেশে আবারো বেড়েছে স্বর্ণের দর। ১৭৫০ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ঠিক করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৫ টাকা।

স্বর্ণের নতুন এ দাম রোববার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হবে।

শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্য়াসোসিয়েশন বাজুস’র প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাজুস’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারের সাথে সমন্বয় করে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম ১ লাখ ৬ হাজার ৩৭৫ টাকা । ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ১ হাজার ৫৩৬ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ৮৭ হাজার ১৫ টাকা ঠিক করা হয়েছে।

সনাতনী পদ্ধতির প্রতি ভরি ৭২ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করা হয়। তবে সব ধরনের রূপার দাম অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে চলতি নভেম্বরে দ্বিতীয় দফার স্বর্ণের দাম বাড়ানো হলো।