অর্থনীতি , আমদানি-রপ্তানি
বাজার
0

রমজান ঘিরে খাতুনগঞ্জে বেড়েছে নিত্যপণ্যের সরবরাহ

রমজানকে সামনে রেখে দেশের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সরবরাহ বেড়েছে ছোলা চিনিসহ বেশকিছু নিত্যপণ্যের।

বাজারে চায়না রসুন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, অস্ট্রেলিয়ান ভালো মানের ছোলা ৯২ থেকে ৯৫ টাকা, নিম্নমানের ছোলা ৮২ থেকে ৮৬ টাকা, মটর ৬৪ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সরবরাহ বাড়ায় সপ্তাহ দশ দিনের মধ্যে পাইকারিতে ১০ টাকা পর্যন্ত খোলা চিনির দাম কমেছে। বাজারে খোলা চিনি কেজিপ্রতি ১২৫ থেকে ১২৬ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে খাতুনগঞ্জের পাইকারি বাজারে দীর্ঘদিন আমদানি বন্ধ থাকা ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকার খবর ছড়ানোর পর ব্যাপারীরা কৃষক থেকে পেঁয়াজ সংগ্রহ কমিয়ে দেন। তাতে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে আসে।

তিন চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারিতে কেজিপ্রতি ৮ টাকা পর্যন্ত বেড়ে যায়। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকায়।

ব্যবসায়ীরা বলেন, 'সরবরাহ না থাকাতে দামটা একটু বেড়ে গেছে। আবার সরবরাহ বেড়ে গেলে দাম কমে যাবে। ভারতীয় পেঁয়াজ আসার কথা শুনে সরবারহ কমে (দেশি পেঁয়াজ) গেছে। যে কারণে ৫ থেকে ১০ টাকা দাম বেড়ে গেছে।'