বছর জুড়ে চাহিদা থাকলেও ঈদসহ নানা উৎসবে কয়েকগুণ বাড়ে প্রসাধনীর চাহিদা। নতুন পোশাকের সঙ্গে পছন্দের প্রসাধনীতে নিজেকে সাজিয়ে নিতে থাকে বাড়তি চেষ্টা। প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে মিল রেখে এবার হালকা সাজসজ্জা বেছে নিচ্ছেন বেশিরভাগ তরুণী। যা ঘিরে প্রসাধনীর দোকানে ক্রেতাদের ভিড়।
ভোলার চর বাজারে ঈদ উপলক্ষ্যে বরাবরের মতো চাহিদার শীর্ষে রয়েছে মেহেদি, লিপস্টিক, নেলপলিশ, ফেস পাউডার, লিপবাম, আইশ্যাডো, আইলাইনারসহ সাজসজ্জার নানা পণ্য। একদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতাদের চাহিদা।
ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘মেক-আপ আইটেমগুলোর ক্ষেত্রে বাইরের পণ্যগুলোর প্রতি আগ্রহ বেশি। অন্য জিনিসগুলোর ক্ষেত্রে দেশি পণ্যগুলোই পছন্দ করি।’
আরেকজন ক্রেতা বলেন, ‘মেহেদিগুলোর মধ্যে মমতাজ এবং স্মার্ট অনেক ভালো।’
ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে আমদানি ব্যয় বেশি হওয়ায় এবছর ক্রেতারা ঝুঁকছেন দেশিয় পণ্যের দিকে। আর ঈদ ঘিরে বেশি চাহিদা রয়েছে মেহেদির।
বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ীরা নকল পণ্য দেয়, এর ফলে গ্রাহকদের ত্বকে সমস্যা হয়।”
তিনি বলেন, ‘দেশি পণ্যগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে আমরা সেই কোম্পানিগুলোকে ধরতে পারি, তবে বিদেশি পণ্যগুলোর ক্ষেত্রে সেই সুযোগ থাকে না।’
ব্যবসায়ীদের আশা, ঈদে ভোলায় ছোট বড় প্রায় ১২শ প্রসাধনীর দোকানে বেচাকেনা হবে অন্তত ১শ কোটি টাকার।