বাজার
0

শীতের আগেই ভিড় বাড়ছে পোশাকের দোকানে

শীত হলো বৈচিত্র্যময় পোশাকের ঋতু। পোশাকের সঙ্গে বৈচিত্র্য আসে ফ্যাশনেও। রাজধানীর ফ্যাশন হাউজগুলো ঘুরে দেখা যায়, পুরুষের তুলনায় নারীর কাছেই শীতের আবেদন বেশি।

কারণ এই ঋতুতেই বেশ আয়োজন করে পোশাক কেনা এবং পরা যায়। শহরে তেমন শীত না থাকায় আপাতত হালকা পোশাকই কিনছেন বলে জানান ক্রেতারা।

এবার শীতে নারীদের জন্য বাজারে এসেছে নানা ধরণের শীতের পোশাক। হুডি এবং ডেনিমের জ্যাকেটের প্রতিই ঝোঁক বেশি ক্রেতার।

ব্র্যান্ডের দোকানগুলো ঘুরে দেখা যায়, বিভিন্ন থিমে সাজানো হয়েছে তাদের উইমেন্স উইন্টার কালেকশন। এদিকে ব্র্যান্ডের দোকানের পাশাপাশি নন-ব্র্যান্ডের দোকানগুলোতেও চলছে শীতের পোশাক বেচাকেনার তোড়জোড়।

ক্রেতারা বলেন, ‘শীত আসলেই বিভিন্ন ডিজাইনের পোশাক পরা যায়। তাই এই সময়টায় কম বেশি পোশাক কিনতেই হয়। তবে গতবারের চেয়ে এবার পোশাকের দামটা একটু বেশি।’

উত্তরে হাওয়া প্রবল হলে শীতের কাপড়ের দাম বেড়ে যেতে পারে এমন শঙ্কায় আগেভাগেই শীতের কাপড় কিনছেন অনেকে।