আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) ধার্য দিনে সিআইডি তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
সিআইডির জনসংযোগ বিভাগের মুখপাত্র জসীম উদ্দিন খান জানান, গত বৃহস্পতিবার মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, গত ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে মামলাটির অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ। তবে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আপত্তি জানিয়ে নারাজি আবেদন করেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটির পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। গত ১২ ডিসেম্বর নির্বাচনি গণসংযোগ চলাকালে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিতে নিহত হন শরীফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।





