হাদি হত্যা মামলা: ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি ১৫ জানুয়ারি

শরিফ ওসমান হাদি, অভিযুক্ত ফয়সাল
শরিফ ওসমান হাদি, অভিযুক্ত ফয়সাল | ছবি: এখন টিভি
1

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে দেয়া চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

আজ (সোমবার, ১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

আজ মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে উপস্থিত হয়ে আইনজীবী নিয়োগ করেন। এরপর চার্জশিট পর্যালোচনার জন্য মামলার বাদী আদালতের কাছে সময় প্রার্থনা করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।

আরও পড়ুন:

এর আগে, গত ৬ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাদি হত্যা মামলায় ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ।

উল্লেখ্য, ১৭ আসামির মধ্যে ১১ জন কারাগারে আটক রয়েছে, আর বাকি ৬ জন পলাতক রয়েছেন। চার্জশিটে সাক্ষী করা হয় ৭৭ জনকে।

এসএইচ