অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, ‘জুলাই আগস্টে যেই কারফিউ জারি করা হয়, তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিলো না, এটা ছিলো গণহত্যা সংঘটন করার জন্য।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘১৫ বছরের অবৈধ শাসনকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সালমান এফ রহমান। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেয় সালমান এফ রহমান।’
এদিকে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরীর দাবি, কারফিউ জারির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারির পরই তারা আলোচনা করে নীতিগত সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করেছেন। জনগণের জানমাল রক্ষার্থেই কারফিউ দেয়ার আলোচনা হয়েছে।
পরে এ মামলা থেকে অব্যাহতির দাবি জানান আসামিপক্ষের আইনজীবী ।





