মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি চলছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলছে। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলায় আদালতে ৩ সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে। হাজির করা তিন কর্মকর্তা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জন।

আরও পড়ুন:

শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বাকি ১০ জন পলাতক রয়েছেন। এর আগে গত ৭ ডিসেম্বর ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করে প্রসিকিউশন।

এদিকে, জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দিচ্ছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ইএ