জানা যায়, ২৩ নভেম্বর জেড আই খান পান্না শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে ট্রাইব্যুনালে আবেদন করেন। কিন্তু ২৭ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেন, শেখ হাসিনার ট্রাইব্যুনালে আস্থা নেই, তাই তিনিও সেখানে তাকে ডিফেন্ড করবেন না। এ ঘোষণার পরই তাকে হাজিরার নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন:
এদিকে, একই দিনে টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি পরিচালনা করেন।
এ মামলার প্রধান আসামি শেখ হাসিনাসহ পলাতক সাতজনকে ধরেই মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
অভিযোগ গঠনের শুনানিকে ঘিরে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান ১০ সেনা কর্মকর্তাকে। নিরাপত্তা জোরদার করা হয় ট্রাইব্যুনাল এলাকাজুড়ে।





