গুমের দুই মামলায় ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তাকে হাজির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তা | ছবি: এখন টিভি
0

আওয়ামী লীগের শাসনামলে গুমের দুই মামলার মানবতাবিরোধী অপরাধে ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ (রোববার, ২৩ নভেম্বর) হাজির করা হয়েছে। গুমের মামলা দুটি হলো টিএফআই এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আরও পড়ুন:

পরবর্তীতে ১১ অক্টোবর সংবাদ সম্মেলনে ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেয়ার কথা জানায় সেনাবাহিনী।

আর ২২ অক্টোবর বুধবার সকালে বাংলাদেশ জেলের একটি বিশেষ প্রিজন ভ্যানে করে সাধারণ পোশাকে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয় ।

পাশাপাশি এদিন মানবতা বিরোধী অপরাধের ১০ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় ৪১ জন অভিযুক্তকে। এদিন চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তার জেরা করবে আসামিপক্ষ।

সেজু