মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এ রায়ে আমার মনের ভেতরে কষ্ট রয়েছে। এর বাইরে আর কিছু বলতে চাই না।’
রায়ে তিনি অসন্তুষ্ট কি না—এমন প্রশ্নে আমির হোসেন বলেন, ‘আমি আসলে খুব কষ্ট পাচ্ছি। আমার ক্লায়েন্ট সর্বোচ্চ সাজা পাচ্ছে, এ বিষয় তো আমাকে কষ্ট দেবেই।’
আরও পড়ুন:
মামলায় আপিলের সুযোগ আছে কি না—এ প্রশ্নের জবাবে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত এ আইনজীবী পরিষ্কারভাবে বলেন, ‘আমার পক্ষে এ মামলায় আপিল করার সুযোগ নেই। আমার ক্লায়েন্ট স্বেচ্ছায় আত্মসমর্পণ না করা বা গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আপিলের কোনো সুযোগ নেই।’
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।





