জুলাই অভ্যুত্থানে অটোচালক হত্যায় ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

নিহত অটোরিকশাচালক শহীদুল
নিহত অটোরিকশাচালক শহীদুল | ছবি: সংগৃহীত
0

জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাটে নিহত অটোরিকশা চালক শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) এ চার্জশিট গ্রহণ করেন। 

মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, এমপি ফজলে করিম চৌধুরী, আবু রেজা নদভী, মহিউদ্দিন বাচ্চুসহ চট্টগ্রামের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। 

এর মাধ্যমে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার প্রথম বিচার কাজ শুরু হলো। চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, ২০২৪ সালের ৩ আগস্ট রাতে নগরীর বহদ্দারহাট মোড়ে গুলিতে নিহত হন শহীদুল ইসলাম। 

উল্লেখ্য, এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে চাঁন্দগাও থানায় মামলা করেন নিহতের ভাই শফিকুল। পরে তদন্তকারী কর্মকর্তা ২৩১ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। এ পর্যন্ত এই মামলায় মোট ৮৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এসএইচ