সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে চাপ ও ভয় ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা উৎকোচ, ঘুষ গ্রহণের দায়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির উপ-পরিচালক আকতারুল ইসলাম।

এসময় তিনি জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এ কাজ করা হয়।

আরও পড়ুন:

এদিকে ব্রিফিং এ জানানো হয়, বাংলাদেশ রেলওয়ে ১০টি লোকোমোটিভ, মিটারগেজ ইঞ্জিন ক্রয় অনিয়ম ও দুর্নীতিতে সরকারের ৩২২ কোটি টাকার রাজস্ব ক্ষতিসাধনে বাংলাদেশ রেলওয়ে সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক মনজুর আলম চৌধুরী এবং সাবেক এডিজি হাসান মনসুর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি।

ইএ