দ্বিতীয়বারের মতো আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা

আদালত প্রাঙ্গণে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান
আদালত প্রাঙ্গণে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান | ছবি: সংগৃহীত
0

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয়বারের মত জেরা করছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেরা চলছে।

আজ দুপুরের আগে মাহমুদুর রহমানের জেরা শেষ হলে সর্বশেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। এর আগে মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শেষে মাহমুদুর রহমানের জেরা শুরু করেন স্টেট ডিভেন্স।

আরও পড়ুন:

গত ৩ আগস্ট শুরু হয়ে সবশেষ ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ কার্যদিবসে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ ৪৬ জন এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয়েছে।

ইএ