রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদমর্যাদাক্রম: রিভিউ মামলার রায় ৬ আগস্ট

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৬ আগস্ট। আজ (বুধবার, ৩০ জুলাই) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নির্ধারণ করে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ২০১৬ সালের ১০ নভেম্বর।

রায়ে বলা হয়, রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের পদক্রমে অগ্রাধিকার দিয়ে ওপরের দিকে স্থান দেওয়া উচিত।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বিষয়ে এই পূর্ণাঙ্গ রায় লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। সেই আপিল বেঞ্চে আরও ছিলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির পদমর্যাদা এক ধাপ বাড়িয়ে জাতীয় সংসদের স্পিকারের সমান করা উচিত। পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ—যেমন স্বাধীনতা পদকপ্রাপ্ত, একুশে পদকপ্রাপ্ত এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর উত্তম খেতাবধারীদের—পদমর্যাদাক্রমে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা উচিত।

এনএইচ