সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের আয়কর নথি জব্দের আদেশ
সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের আয়কর নথি জব্দের আদেশ |
0

সাড়ে ১৭ কোটির বেশি টাকা ভোগদখলের অভিযোগে ডিবির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ (বুধবার, ৮ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত আয়কর নথি জব্দের আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ডিবির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান।

তিনি তার সরকারি ক্ষমতার অপব্যবহার করে সতেরো কোটি একান্ন লাখ সতেরো হাজার আটশ ছয় টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছে। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কর সার্কেল-১২৯, কর অঞ্চল-০৬ এর সকল আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন দেখিয়ে আদালতের কাছে আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন।

এসময় দুদকের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী রুহুল ইসলাম খান। পরে আদালত তার আয়কর নথি জব্দের আদেশ দেন।

এএইচ