- চাকরির ধরন : চুক্তিভিত্তিক চাকরি
- আবেদন শুরুর তারিখ : ৯ সেপ্টেম্বর
- আবেদনের শেষ তারিখ : ১৬ অক্টোবর
পদসমূহ:
- পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) — ১টি পদ, বেতন ১২৯৯৫০ টাকা (গ্রেড-তৃতীয়)।
দেশে অথবা বিদেশে রেলওয়ে অথবা মেট্রোরেলের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স–সংশ্লিষ্ট কাজে জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর চতুর্থ গ্রেড বা সম–গ্রেড বা তদূর্ধ্ব পদে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে কমপক্ষে ২০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
- মহাব্যবস্থাপক (অপারেশন) — ১টি পদ, বেতন ১১৫০০০ টাকা (গ্রেড-চতুর্থ)।
দেশে অথবা বিদেশে রেলওয়ে অথবা মেট্রোরেলের অপারেশন–সংশ্লিষ্ট কাজে জাতীয় বেতন স্কেল ২০১৫–এর পঞ্চম গ্রেড বা সম–গ্রেড বা তদূর্ধ্ব পদে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
- অধ্যক্ষ, এমআরটি ট্রেনিং সেন্টার — ১টি পদ, বেতন ১১৫০০০ টাকা (গ্রেড-চতুর্থ)।
দেশে বা দেশের বাইরে মেট্রোরেল অথবা রেলওয়ে প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক হিসেবে জাতীয় বেতন স্কেল ২০১৫–এর পঞ্চম গ্রেড বা সম–গ্রেড বা তদূর্ধ্ব পদে তিন বছরের অভিজ্ঞতাসহ মেট্রোরেল বা রেলওয়েতে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
- মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) — ১টি পদ, বেতন ১১৫০০০ টাকা (গ্রেড-চতুর্থ)।
উপব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অর্থ ও হিসাব–সম্পর্কিত কাজে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
- মহা-ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) — ১টি পদ, বেতন ১১৫০০০ টাকা (গ্রেড-চতুর্থ)।
উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ/প্রশাসন, মার্কেটিং, এস্টেট অ্যান্ড লিগ্যাল) অথবা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি/বিধিবদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন।
- মহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল) — ১টি পদ, বেতন ১১৫০০০ টাকা (গ্রেড-চতুর্থ)।
বেসরকারি কোম্পানিতে প্রশাসন অথবা মানবসম্পদ–সম্পর্কিত কাজে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। নির্বাহী প্রকৌশলী/বিভাগীয় প্রকৌশলী (পি-ওয়ে অ্যান্ড সিভিল) অথবা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে তিন বছরের কাজের অভিজ্ঞতাসহ মেট্রোরেল বা রেলওয়েতে পি–ওয়ে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কজের অভিজ্ঞতা।
প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা উল্লেখ আছে। যেমন—ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় স্নাতক ডিগ্রি, ফিন্যান্স/হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর, অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/সিএমএ ডিগ্রি। মানবসম্পদ পদে যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর প্রয়োজন।
আজকের চাকরির খবর
আরও পড়ন:
সব পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছর।
২০০০ টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০ জমা দিতে হবে।
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।





