ওশেনিয়া
বিদেশে এখন

শপিংমলের পর এবার সিডনিতে চার্চে ছুরি নিয়ে হামলা

শপিংমলে হামলার দুইদিন পর অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও হামলার ঘটনা ঘটলো। সিডনির একটি গির্জায় যাজক ও কয়েকজন প্রার্থনাকারীর ওপর ছুরিকাঘাত করে আততায়ী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সিডনি পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে সিডনীর ওই চার্চে এ হামলার ঘটনা ঘটে। যাজক চার্চে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় কালো পোশাক পরা একজন ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসতে থাকেন। কাছে গিয়ে যাজক ও আশপাশের লোকজনকে আঘাত করতে থাকেন। এতে বেশ কয়েকজন আহত হন।

হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হামলাকারি একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার পরিচয় জানা যায় নি।

আহতদের সবাই আশঙ্কামুক্ত। কেউ গুরুতর জখম হয় নি। তবে কী উদ্দেশ্যে এ হামলা তা এখনো জানা যায় নি।

গত শনিবার (১৩ এপ্রিল) বিকেলে সিডনির বন্ডি মোড়ের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে হামলা চালায় আততায়ী। শপিংমলে এলোপাথারি গুলি ও ছুড়িকাঘাতে প্রাণ গেছে ৬ জনের। আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনাস্থলেই সেই আততায়ীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিডনী পুলিশ।

এসএসএস
আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!