হোয়াইট হাউজের দায়িত্ব নেয়ার ছয় সপ্তাহ পর প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও, বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন ডেমোক্র্যাটদের তোপের মুখে। এরপরও তুলে ধরতে থাকেন যুক্তরাষ্ট্রকে ঘিরে তার নানা পরিকল্পনার কথা। শুরুতেই মার্কিন কংগ্রেসে আলোচনার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা ইউক্রেনের বিষয়টি আলোচনায় আসে। ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আর বিরল খনিজ চুক্তির জন্য ভলোদিমির জেলেনস্কি প্রস্তুত।
ডোনাল্ড ট্রাম্প বলেন, 'ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে চিঠি পেলাম। ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত, শান্তিচুক্তির জন্য প্রস্তুত, ইউক্রেনের সাধারণ মানুষ শান্তি চায়। জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাস্পের সঙ্গে ইউক্রেনের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবেন তিনি। বিরল খনিজ চুক্তি করতেও প্রস্তুত তারা। রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে।'
সীমান্ত আর অভিবাসন নিয়ে যেখানে বিভিন্ন দেশের সঙ্গে ক্রমেই উত্তেজনা তুঙ্গে মার্কিন প্রশাসনের, সেখানে কংগ্রেসের ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এযাবৎকালে সীমান্ত আর অভিবাসন নিয়ে সবচেয়ে দ্রুতগতিতে কাজ করছে এই প্রশাসন। বলেন, বাইডেনের শাসনামলে মেক্সিকো সীমান্ত দিয়ে ২ কোটি ১০ লাখ অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, এরমধ্যে অনেক সন্ত্রাসী রয়েছে। যাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ চলছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, 'দায়িত্ব নেয়ার পরপরই সীমান্তে জরুরি অবস্থা জারি করে দিয়েছি। জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম প্রেসিডেন্ট। প্রতি মাসে লাখ লাখ অভিবাসী প্রবেশ করতে দিয়েছেন। গোল্ড কার্ড চালু করেছি, ৫০ লাখ ডলার দিয়ে সবচেয়ে ভালো চাকরি পেয়ে যাবেন, নাগরিকত্বও পেয়ে যাবেন। কিন্তু সন্ত্রাসীদের দেশে রাখবো না। মেধাবী, পরিশ্রমী অভিবাসী আনবো, যারা আয় করবে, আমাদের ঋণ কমাতে সাহায্য করবে।'
ভাষণে গ্রিনল্যান্ড আর পানামা খাল নিয়ে আবারও বেফাঁস মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র বরবারই নিজেদের অংশ হিসেবে স্বাগত জানায়। জাতীয় আর আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে প্রয়োজন। পানামা খাল অধিগ্রহণের কথাও বলেন তিনি। এছাড়াও বক্তব্যে গাল্ফ অব মেক্সিকোকে, গাল্ফ অব আমেরিকা নামকরণের পক্ষে আরও একবার সাফাই গান ট্রাম্প।
এদিকে কংগ্রেসে ট্রাম্পের বক্তব্য চলার সময় তার বিরোধিতা করেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। অভিবেশনের মধ্যেই ডেমোক্র্যাট এক আইন প্রণেতাকে বের করে দিয়ে চরম বিতর্কের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানাতে এদিন অনেক আইনপ্রণেতা গোলাপি রংয়ের পোশাক পরে অংশ নেন অধিবেশনে।
যদিও ডেমোক্র্যাটদের বিরোধিতাকে পাত্তা না দিয়ে বক্তব্য চালিয়ে গেছেন ট্রাম্প। এসময় দেশের সুরক্ষায় কংগ্রেসের কাছে স্টেট অব দ্যা আর্ট গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, আলাস্কায় বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের জন্য পাইপলাইন তৈরিতে জাপান আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।
কংগ্রেসে দেয়া ভাষণে, সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্কের সরকারি ব্যয় কাটছাঁটের ভূয়সী প্রশংসাও করেন তিনি। বলেন, মূল্যস্ফীতিকে এই সরকারই পরাজিত করবে। দেশে দেশে শুল্কারোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে কোন পণ্য প্রস্তুত করতে না পারলেই তাকে শুল্ক দিতে হবে। বক্তব্যে সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে ৫ হাজার ২৭০ কোটি ডলারের ভর্তুকি প্রত্যাহারের আহ্বান জানান ডেমোক্র্যাট নেতাদের প্রতি।
ট্রাম্প আরও জানান, শিপিং ইন্ডাস্ট্রির জন্য নতুন কার্যালয় তৈরি হচ্ছে। এখানে কর অব্যাহতি দেয়ারও প্রক্রিয়া চলমান। এছড়াও, কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে মঙ্গলগ্রহে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ানোর ইচ্ছাও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।