কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইচ্ছা বারবার গণমাধ্যমের সামনে তুলে ধরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য হাসিল করতে মরিয়া ট্রাম্প কানাডার জনগণকে তার পক্ষে টানতে দিচ্ছেন লোভনীয় অফারও।
ট্রাম্প বলেন, 'কানাডা ৫১তম অঙ্গরাজ্য হলে জনগণের উপর থেকে করের বোঝাও কমবে, সামরিক ও প্রতিরক্ষা খাত উন্নত হবে এবং আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।'
এ অবস্থায় প্রতিবেশি দুই বন্ধুরাষ্ট্রের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। কানাডা নিয়ে ট্রাম্পের স্বপ্ন, দেশের জনগণ কখনোই সফল হতে দেবে না বলে হুঁশিয়ারও দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডায় বসবাসকারী একজন বলেন, 'ট্রুডো এটা কখনোই হতে দেয়া হবে না। আমরা এটি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। কানাডাকে রক্ষায় যা করা দরকার তাই করা হবে।'
কানাডা নিয়ে ট্রাম্পের দিবাস্বপ্নে ক্ষোভে ফুঁসছেন দেশটির জনগণও। সার্বভৌমত্বের জলাঞ্জলি দিয়ে ট্রাম্পের লোভনীয় ফাঁদে পা দিতে রাজি না তারা। যুক্তরাষ্ট্রের সাথে চলমান এই উত্তেজনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছেন কানাডিয়ানরা। তাইতো ১৫ ফেব্রুয়ারি দেশটির জাতীয় পতাকা দিবস ঘিরে কয়েকগুণ বেড়েছে পতাকা বিক্রি। লাল এবং সাদা ম্যাপেল পাতার ব্যানারের আত্মপ্রকাশের ৬০তম বার্ষিকী উদযাপনে এবার মানুষের মাঝে আগ্রহও সাড়া জাগানো।
কানাডার স্থানীয় একজন বলেন, 'আমি বলতে চাইছি, আমরা শত্রু নই। আমাদের উপর কী আক্রমণ করা হচ্ছে তা বোঝা কঠিন। তাই কানাডার পক্ষে আমাদের শক্তভাবে দাঁড়াতে হবে।'
যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনায় কানাডার জাতীয় পতাকা দিবস ঘিরে পতাকা কেনার চাহিদা বাড়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোতে দম ফেলার ফুরসত নেই। ফ্ল্যাগস আনলিমিটেড নামে কানাডিয়ান পতাকা প্রস্তুতকারক কোম্পানি প্রতি বছর পাঁচ লাখেরও বেশি পতাকা তৈরি করলেও এবার দ্বিগুণ চাহিদা বলে জানালো কর্তৃপক্ষ। অতিরিক্ত পতাকা সরবরাহের কথা মাথায় রেখে দিন রাত চলছে উৎপাদন কাজ।
আনলিমিটেড পতাকার সহ-মালিক ম্যাট স্কিপ বলেন, 'স্পষ্টতই ট্রাম্পের কৌশল এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি পতাকা বিক্রি বাড়িয়ে দিচ্ছে। এতে আমাদের উৎপাদন পরিমাণ অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ। পাশাপাশি আমরা মনে করি কানাডায় পতাকা বিক্রির জন্য এটি মনে রাখার মতো একটি বছর হতে যাচ্ছে।'
এদিকে ৩ ফেব্রুয়ারি ট্রাম্প কানাডার বেশিরভাগ পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের পর দেশপ্রেমের অংশ হিসেবে সীমান্তের দক্ষিণে ভ্রমণ করা থেকেও বিরত কানাডিয়ানরা। বর্জন করেছে মার্কিন অ্যালকোহল এবং অন্যান্য পণ্যও। এরপর শুল্ক আরোপ স্থগিত করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এবার কানাডিয়ান রাজনীতিবিদরা ঐক্য এবং জাতীয় গর্ব প্রদর্শনে ১৫ ফেব্রুয়ারি দেশের নাগরিকদের জাতীয় পতাকা দিবস পালনে উদ্বুদ্ধ করছেন।