যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টা। ওয়াশিংটন ডিসিতে রোনাল্ড রিগ্যান বিমানবন্দরের কাছে সামরিক হেলিকপ্টার ও আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সংঘর্ষ হয়।
মাঝ আকাশে সংঘর্ষের পর বিমানবন্দরের পাশে নদীতে বিধ্বস্ত হয় যাত্রীবাহী উড়োজাহাজটি। ফ্লাইটটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল। আরোহী ছিল ৬০ জন ও ৪ জন ক্রু। দুর্ঘটনার পর বন্ধ রয়েছে রিগান বিমান বন্দরের সব কার্যক্রম।
অবতরণের কিছুক্ষণ আগে ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিমানটি। হেলিকপ্টারটিতে ভার্জিনিয়া থেকে ৩ সেনা সদস্য নিয়ে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিলো।
বিধ্বস্তের পর আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ফাইভ থ্রি ফোর টু উড়োজাহাজটির ধ্বংসাবশেষ রোনাল্ড রিগ্যান বিমানবন্দরের কাছেই নদীতে পড়েছে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করেছে দমকলবাহিনী।
ওয়াশিংটন ডিসির বিমানবন্দরের এ ঘটনাটি সরাসরি পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।