গতকাল বুধবার (১৫, জানুযারি) টিউলিপের পদত্যাগ নিয়ে মারিও নওফল নামের একজনের পোস্ট শেয়ার করেন টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক।
এর সঙ্গে ইলন মাস্ক লেখেন, ‘যুক্তরাজ্যের শিশুকল্যাণের দায়িত্বে থাকা লেবার পার্টির মন্ত্রী নির্যাতনকারীদের সুরক্ষা দেন। আর তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।’
সম্প্রতি দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক পদত্যাগের খবরটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনা–সমালোচনার সৃষ্টি করেছে।
যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার ছিলেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক।
লন্ডনে আওয়ামী লীগের মিত্রদের থেকে টিউলিপ ও তার বোনের বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার ব্যাপারে সম্প্রতি যুক্তরাজ্যের গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তদন্তের মুখে গত মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি।