ইকোনমিক-সেক্রেটারি

টিউলিপের জায়গায় স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর সেই পদে স্থলাভিষিক্ত হলেন আইনপ্রণেতা এমা রেনল্ডস। ব্রিটিশ ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিউলিপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করে ফেলেছে স্টারমার প্রশাসন। দুই দেশেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করে লেবার পার্টি।

টিউলিপের জন্য ব্রিটিশ সরকারের দরজা খোলা থাকবে: স্টারমার

টিউলিপ সিদ্দিকির পদত্যাগপত্র গ্রহণ করে তাকে একটি চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চিঠিতে তিনি বলেছেন, টিউলিপের জন্য ব্রিটিশ সরকারের দরজা খোলা আছে।

টিউলিপের বিরুদ্ধে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে সর্বসাকুল্যে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নামে। বিবিসি জানায়, তদন্ত প্রতিবেদন বলা হচ্ছে, রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ব্যয় বাড়িয়ে টিউলিপের পরিবার এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে।