উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন মাইক জনসন

অনেক নাটকীয়তার পর আবারো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান সমর্থক মাইক জনসন। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ নেয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল রিপাবলিকান শিবির।

প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি ভোট প্রয়োজন ছিল মাইক জনসনের। এর আগে, ২১৯ জন প্রতিনিধির ভিত্তিতে হাউজের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল রিপাবলিকানরা। 

ফলে, নব নির্বাচিত স্পিকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। কিন্তু ভোটের আগে বেশ কয়েকজন রিপাবলিকান মাইক জনসনের প্রতি অনাস্থা প্রকাশ করেন। 

যদি কোনো কারণে ২ জনের বেশি প্রতিনিধি জনসনকে ভোট দেয়া থেকে বিরত থাকতেন তাহলে হাউজের নিয়ন্ত্রণ হারাতো লাল শিবির। 

মাইক জনসন পুনর্নিবাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দলের জন্য বড় বিজয় ছিনিয়ে এনেছেন মাইক জনসন।’

ইএ