উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বিমানটি আসবাবপত্রের ওয়্যারহাউজে বিধ্বস্ত হয়ে আহত হয়েছেন আরও ২০ জন।

একক ইঞ্জিনের ‘ভানস এয়ারক্রাফট-আরভি ওয়ান জিরো’ ওয়্যারহাউজে আছড়ে পড়লে এতে আগুন ধরে যায়, ভবনটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে দূরে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

যুক্তরাষ্ট্রের জাতীয় যোগাযোগ নিরাপত্তা সংস্থা এই বিষয়ে তদন্ত করছে। এই মডেলের ১১ হাজার বিমান সারাবিশ্বে যাত্রীসেবা দিচ্ছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এএইচ