উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ৫ ফিলিস্তিনির মামলা

৪৫ হাজারের বেশি মানুষকে হত্যা ও গাজায় মানবিক সংকট তৈরিতে সমর্থনের অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন ৫ জন ফিলিস্তিনি।

আজ (বুধবার, ১৮ ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয়েছে কলাম্বিয়ার একটি আদালতে।

মামলার বাদীর অভিযোগ, ইসরাইলকে ক্রমাগত সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মানবাধিকার আইন ‘লিহাই ল’ লঙ্ঘন করেছে পররাষ্ট্র দপ্তর।

মামলার মূল বাদী গাজায় শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। যুদ্ধ শুরুর পর তিনি বাস্তুচ্যুত হন ৭ বার। এসময় তার পরিবারের ২০ জন সদস্য নিহত হন। মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এএম