উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

বাস্তুচ্যুত আফ্রিকানদের ১০০ কোটি ডলার সহায়তার ঘোষণা বাইডেনের

বাস্তুচ্যুত আফ্রিকানদের জন্য ১০০ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমবারের মতো আফ্রিকা সফরে গিয়ে এ সহায়তার কথা বলেন তিনি।

তার সফরে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের আংশিক অর্থায়নে করা লোবিটো করিডোরে রেলপথ প্রকল্প। বাইডেন তার বক্তৃতায় জানান, এই করিডোরটি অ্যাঙ্গোলা থেকে জাম্বিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত রেলপথ তৈরিতে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র।

কঙ্গো প্রজাতন্ত্রের খনি থেকে গুরুত্বপূর্ণ খনিজ এই পথ দিয়েই রপ্তানি করা হয়। আফ্রিকান দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক প্রসারিত করতে চায়।

বাইডেন জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অংশীদারিত্বের মাধ্যমে সহায়তার হাত বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

এএইচ