যুক্তরাষ্ট্র থেকে ভারতের দূরত্ব প্রায় ১৩ হাজার ৩৭৮ কিলোমিটার। এরপরও বিশ্ব মোড়লদের নির্বাচনী উত্তাপের আঁচ লেগেছে ভারতের ট্রাম্প-কামালা ভক্তদের মাঝেও।
মেক ওয়ার্ল্ড গ্রেট এগেইন, ভোট ফর ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লিতে এই স্লোগানে চলছে ট্রাম্পের জন্য বিশেষ পূর্জা অর্চনা। সাবেক এই প্রেসিডেন্টের ছবিতে তিলক ও ফুলের মালা ঝুলিয়ে চলছে ভক্তদের গভীর প্রার্থনা।
পুরোহিত ও ভক্তদের দাবি, ট্রাম্পই পারবেন বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার ও শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে। নির্বাচনে জয়ী হয়ে আবারও হোয়াইট হাউসের মসনদে বসবেন ট্রাম্প এমন প্রত্যাশা ট্রাম্পের হিন্দু ভক্ত সর্মথকদের।
ট্রাম্পের একজন ভক্ত বলেন, 'বিশ্বব্যাপী পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে, অর্থনীতি পড়ে যাচ্ছে, সহিংসতা ছড়িয়ে পড়ছে। মানবতার ত্রাণকর্তা ডোনাল্ড ট্রাম্পই একমাত্র নেতা যিনি বিশ্বে শান্তি ফেরাতে পারেন। এটি শুধু আমেরিকার নির্বাচন নয়। বিশ্বকে রক্ষা করার জন্য, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা এবং অর্থনীতির গতি বাড়াতে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বনেতা হিসেবে দায়িত্ব নিতে হবে।'
পুরোহিতদের আশা, নির্বাচনে জয়ী হয়ে বিশ্বে হিন্দুত্ববাদ রক্ষায় কাজ করে যাবেন ডোনাল্ড ট্রাম্প।
একজন ভারতীয় পুরোহিত বলেন, 'ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় এবং সারা বিশ্বের হিন্দুদের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। এই কারণেই হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এবং পুরোহিতরা ট্রাম্পকে সমর্থন করছেন এবং তার বিজয়ের জন্য প্রার্থনা করছেন।'
শুধু ডোনাল্ড ট্রাম্পই নন, ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের জয়ের প্রত্যাশায় ভারতের তেলেঙ্গানায় পূজা অর্চনা ও প্রার্থনা করেছেন ভক্তরা।
ভক্তদের আশা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের হাল ধরবেন কামালা হ্যারিস।
কামলার একজন ভক্ত বলেন, 'কামলা হ্যারিস যেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে, সেই সাফল্যের জন্য রাজ শ্যামলা দেবীর আশীর্বাদ চেয়ে আমরা এই পূজা শুরু করেছি। আমরা ২০১৮ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছি, ২০২০ সালেও আমরা প্রার্থনা করেছিলাম এবং কামালা তখন সফল হয়েছিলেন।'
তেলেঙ্গানায় শ্যামলা গোপালান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ১১ দিন ধরে চলছে এই পূজা অর্চনা। কামালার মা শ্যামলা গোপালানের স্মরণেই এই ফাউন্ডেশন গড়ে তোলা হয়।