উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ব্যালট বাক্সে অগ্নিসংযোগ, তদন্তে মার্কিন পুলিশ

মার্কিন নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ওয়াশিংটন এবং অরেগন রাজ্যে ব্যালট বাক্সে অগ্নিসংযোগের দু'টি ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র পুলিশ।

এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ জানায়, অরেগনের পোর্টল্যান্ডে একটি ব্যালট বাক্সে অগ্নিসংযোগকারী ডিভাইস রাখার পর আগুন ধরে যায়। নির্বাচনী কর্মকর্তারা বলেছেন, ব্যালটের ভেতরে আগুন নির্বাপক সিস্টেম থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে।

এদিকে ওয়াশিংটনেও আগুন লেগে শত শত ব্যালট ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের দাবি, দু'টি ঘটনা একটি আরেকটির সঙ্গে সম্পর্কযুক্ত। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয় প্রশাসনের মতে, এসব ঘটনা ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে খুব একটা প্রভাব ফেলবে না।

এসএস